কারখানাগুলোতে পুরাতন টায়ার সংগ্রহ করে তা পুড়িয়ে জ্বালানি তেল তৈরি করা হচ্ছিল। যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি জনস্বাস্থ্য, কৃষি জমি ও জলজপ্রাণীর জন্যও অত্যন্ত ঝুঁকিপূর্ণ
ঢাকার সাভারে পরিবেশ দূষণের দায়ে চার কারখানায় ৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে ভাকুর্তা এলাকার মাঝিপাড়া মহল্লায় টায়ার পুড়িয়ে দূষণের খবরে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহম্মেদ। এ সময় অনুমোদন না থাকায় চারটি কারখানা বন্ধ ঘোষণা ও কিছু অংশ ভেঙ্গে দেওয়া হয় ।
কারখানাগুলো হচ্ছে- মিনহা রিসাইক্লিং, ভাকুর্তা পাইরোলাইসিস কোম্পানি-১, সারা ভাকুর্তা পাইরোলাইসিস কোম্পানি-২ ও আর নামবিহীন আরও একটি কারখানা।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ বলেন, সাভারের ভাকুর্তা এলাকায় কারখানাগুলোতে পুরাতন টায়ার সংগ্রহ করে তা পুড়িয়ে জ্বালানি তেল তৈরি করা হয়। যা পরিবেশের মারাত্মক ক্ষতিকর ও জনস্বাস্থ্যর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব উপাদান বাতাসকে দূষিত করছে, ক্ষতি করছে কৃষি জমির। এছাড়া কারখানার বর্জ্য মিশ্রিত পানি আশপাশের জলাশয়ে মিশে জলজপ্রাণী ধ্বংস করছে।
তিনি আরও বলেন, “এ ধরনের কারখানা পরিচালনার জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমতি সাপেক্ষে এয়ার ট্রিটমেন্টের প্রয়োজন হয়। কিন্তু সেগুলো তারা না করে এ ধরনের কারখানা পরিচালনা করা হচ্ছে। তাই দিনব্যাপী অভিযান পরিচালনার মাধ্যমে পাঁচটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চারটি কারখানাকে ৮ লাখ টাকা জরিমানা ও অপর একটি কারখানার মালিক পলাতক থাকায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।”
মতামত দিন