চিঠিতে লেখা ছিলো, 'মা আমাকে মাফ করে দিও। বোন তোরা মাকে দেখে রাখিস'
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় মো. রাকিব (২০) নামের এক তরুণ আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় মৃত কবির চেয়ারম্যানের ভাড়া বাসায় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত রাকিব সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকার মো. হাবিবুল্লাহর ছেলে এবং নজরুল সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী । দুই বোন ও এক ভাইয়ের মধ্যে রাকিব বড়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত তিন-চার বছর ধরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো রাকিবের। রাকিব বিষয়টি তার পরিবারকে জানালেও এ সম্পর্ক মেনে নেয়নি তার পরিবার। এদিকে বিষয়টি দুই পরিবারে জানাজানি হলে শুক্রবার ওই তরুণীকে অন্যত্র বিয়ে দিয়ে দেয় তার পরিবার। বিষয়টি জানার পর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে রাকিব । পরে শুক্রবার রাতে কোনো এক সময় নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। এদিকে সকালে তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া শব্দ না পাওয়ায় দরজা ভেঙে ঘরে গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এদিকে রাকিবের ঘর থেকে রাকিবের পরিবারের উদ্দেশে লিখে যাওয়া একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চিঠিতে লেখা ছিলো, “মা আমাকে মাফ করে দিও। বোন তোরা মাকে দেখে রাখিস।”
সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, রাকিবের ঘরে মা ও দুই বোনের উদ্দেশ্যে লেখা একটি চিঠি পাওয়া গেছে। রাকিবের পরিবার ও বন্ধুদের সঙ্গে কথা হয়েছে। যতটুকু জানা গেছে তা থেকে ধারণা করা হচ্ছে, প্রেমের সূত্র ধরেই এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবু বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মতামত দিন