গত জুলাইয়ে চিকিৎসার জন্য লন্ডনে যেতে চেয়েছিলেন অর্থমন্ত্রী। কিন্তু বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর কারণে তা সম্ভব হয়নি
চিকিৎসার জন্য আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল।
শুক্রবার (২ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা দেন তিনি।
উল্লেখ্য, গত জুলাইয়ে চিকিৎসার জন্য লন্ডনে যেতে চেয়েছিলেন অর্থমন্ত্রী। কিন্তু বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর কারণে তা সম্ভব হয়নি।
আগামী ১৬ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তার।
মতামত দিন