আর্থিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাবাকে লাথি দেন ছেলে
সিরাজগঞ্জের রায়পুর মহল্লায় ছেলের লাথির আঘাতে ষাটোর্ধ্ব বছরের বৃদ্ধ ফরিদ উদ্দিনের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে ছেলে রাজা মিয়া (৩০) পলাতক রয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার রায়পুর মহল্লায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
প্রতিবেশীদের বরাদ দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গোলাম মোস্তফা জানান, আর্থিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে বাবাকে লাথি মারলে ঘটনাস্থলে তিনি মারা যান।
ওসি বলেন, “ঘাতক ছেলেকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।”
মতামত দিন