এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে
রংপুর-ঢাকা মহাসড়কে বিকল হয়ে পড়া একটি ট্রাক সরানোর কাজ করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় মারা গেছেন মাসুদ রানা নামে এক পুলিশ কনস্টেবল। নিহত মাসুদ রানা রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
ফাঁড়ির ইনচার্জ মো. ওমর ফারুক ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শুক্রবার সকালে বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে মহাসড়কে বিকল হয়ে পড়া একটি ট্রাক সরানোর কাজ করছিলেন মাসুদ। এ সময় রংপুর থেকে বগুড়াগামী একটি মিনি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ট্রাকটিকে জব্দ করা হলেও ড্রাইভার ও তার সহকারীকে আটক করতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওমর ফারুক বলেন, নিহত কনস্টেবল মাসুদ রানার বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সতেরপাড়া গ্রামে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল হোসেন বাদী হয়ে মিঠাপুকুর থানায় মামলা দায়ের করেছেন।
মতামত দিন