রবিবার রাতে তাদের করোনাভাইরাস টেস্টের ফলাফল পজিটিভ আসে
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ও তার স্ত্রী ডা. শায়লা সাগুফতা ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সকালে ডিএনসিসি মেয়র নিজে ঢাকা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
আতিকুল ইসলাম বলেন, “শরীরে জ্বর-জ্বর ভাব থাকায় আমি করোভাইরাস টেস্ট। রবিবার রাতে টেস্টের ফলাফল পজিটিভ আসে।”
ডিএনসিসি মেয়র আরও বলেন, “আমার স্ত্রীর করোনাভাইরাস টেস্টের ফলাফলও পজিটিভ এসেছে।”
বর্তমানে রাজধানীর উত্তরায় নিজ বাড়িতে তারা দু’জন আইসোলেশনের রয়েছেন বলেও জানান তিনি।
এদিকে, মেয়র ছাড়াও ডিএনসিসি’র আরও কয়েকজন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ডিএনসিসি’র মুখপাত্র এএসএম মামুন জানান, কর্পোরেশনের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম রেজার শরীরে করোনাভাইরাসে শনাক্ত করা হয়েছে। মেয়রের সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস-২) রিশাদ মোর্শেদও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানান তিনি।
ডিএনসিসি’র এই কর্মকর্তা আরও জানান, গত সপ্তাহে মিরপুরের গদাখালি খালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার সময় মেয়র আতিকুল ইসলাম বেশ কিছুক্ষণ জনাকীর্ণ পরিবেশে অবস্থান করেন। সেখান থেকে তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ হয়ে থাকতে পারে বলা ধারণা করা হচ্ছে।
মতামত দিন