আইন বিভাগ থেকে আইনি যাচাই (ভেটিং) শেষেই এই অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধিত) খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। দেশব্যাপী ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে চলমান প্রতিবাদের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় সরকার।
সোমবার (১২ অক্টোবর) এই অনুমোদন দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, দেশব্যাপী ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে চলমান প্রতিবাদের পরিপ্রেক্ষিতে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবনের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধিত) খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।
‘‘আইন বিভাগ থেকে আইনি যাচাই (ভেটিং) শেষেই এই অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।’’
মতামত দিন