অবৈধ গ্যাস সংযোগ ও মাদক ব্যবসা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছিলেন সাংবাদিক ইলিয়াস
নারায়ণগঞ্জের বন্দরে সাংবাদিক মো. ইলিয়াসকে (৪৫) কুপিয়ে হত্যার ঘটনার মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ফখরুদ্দীন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, ঘটনার পর রাতেই একটি ছুরিসহ হত্যাকাণ্ডের মূলহোতা আসামি মো. তুষার (২৮) এবং পরবর্তীতে মিনা (৬০) ও মিসির আলী (৫৩) নামে আরও দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ
এর আগে রবিবার (১১ অক্টোবর) রাতে নিহতের স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে ৮ জনকে আসামি করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় অন্য আসামিরা হল- হাসনাত আহমেদ তুর্জয় (২৪), মাসুদ (৩৬), সাগর (২৬), পাভেল (২৫) ও হজরত আলী (৫০)।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, রবিবার রাত ৮টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে সংবাদকর্মী ইলিয়াসকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুন - নারায়ণগঞ্জে সাংবাদিককে কুপিয়ে হত্যা
হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আসাদুজ্জামান জানান, হাসপাতালে তাকে মৃত অবস্থায় নেওয়া হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হতে পারে বলে ধারণা তার।
নিহতের পরিবারের অভিযোগ, সম্প্রতি তুষার ও তুর্জয় নামে বন্দর এলাকার দুই সহোদরের অবৈধ গ্যাস সংযোগ ও মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততা থাকা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে ওই দুই ভাইকে গ্রেফতার করে পুলিশ। তারা সম্প্রতি জামিনে মুক্তি পায়। পরে ‘প্রতিশোধ’ নিতে তুষার ও তুর্জয় পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ইলিয়াসের পরিবারের সদস্যরা দাবি করেছেন।
এ ব্যাপারে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোশাররফ হোসেন ঢাকা ট্রিবিউনকে বলেন, “রাতে বন্দরের আদমপুর এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা সাংবাদিক ইলিয়াসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে স্থানীয় এক যুবককে আটক করা হয়েছে।”
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ফখরুদ্দীন ভূঁইয়া বলেন, “এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অবৈধ সংযোগের বিষয় নিয়ে বিরোধের একটি বিষয় প্রাথমিকভাবে জানা গেছে। গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ ও বিস্তারিত তদন্তের পর হত্যার মূল কারণ জানা যাবে।”
মতামত দিন