ভারতীয় ভিএইচ গ্রুপ বিগত ৪-৫ বছর ধরে পাওনা প্রায় ১৬ কোটি টাকা পরিশোধ নিয়ে তালবাহানা করছে বলে অভিযোগ রয়েছে
ভারতীয় ভিএইচ গ্রুপের উত্তরা ফুডস অ্যান্ড ফিডসের কাছে পাওনা ১৬ কোটি টাকা আদায়ে অনশন করেছেন পাওনাদারেরা। সোমবার (১২ অক্টোবর) দুপুরে পাওনাদারেরা উত্তরা ফুডস অ্যান্ড ফিডসের যশোর শহরের রেল রোডের অফিসে অবস্থান নেন।
এরপর বেলা তিনটায় তারা অফিসের সামনে ব্যানার নিয়ে দাঁড়িয়ে তাদের অভিযোগসমূহ উত্থাপন করেন। এ সময় পাওনাদারেরা টাকা আদায় না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।
পাওনাদারেরা জানান, ভারতীয় ভিএইচ গ্রুপের উত্তরা ফুডস অ্যান্ড ফিডসের “প্রতারণায়” দেশের প্রায় ৭০টি কাঁচামাল সরবরাহকারী প্রতিষ্ঠান পথে বসার উপক্রম হয়েছে। বিগত ৪-৫ বছর ধরে প্রতিষ্ঠানগুলোর পাওনা প্রায় ১৬ কোটি টাকা পরিশোধ নিয়ে তালবাহানা চলছে। টাকা পরিশোধে কয়েক দফা সময় নিলেও দেওয়া হয়নি একটি টাকাও।
তাদের দাবি, প্রতিষ্ঠানটি যশোরে প্রতিষ্ঠার পর থেকে (২০১১ সাল) তারা কাঁচামাল সরবরাহ করে আসছেন। মালামাল প্রদানের এক মাসের মধ্যে বিল পেমেন্ট করার কথা। সেই অনুযায়ী তারা দেশের বিভিন্ন জেলার প্রায় ৭০টি প্রতিষ্ঠান তাদের কাঁচামাল সরবরাহ করে আসছে। কিন্তু গত তিন বছর ধরে তাদের পাওনা পরিশোধ নিয়ে তারা গড়িমসি করছে।
একেএম আসাদুজ্জামান নামে একজন পাওনাদার বলেন, আমরা পোল্ট্রি ও ফিস ফিডের কাঁচামাল সয়াবিন, ভুট্টা, ফিস অয়েল, আটা, ময়দা ইত্যাদি সরবরাহ করেছি। আমি তাদের কাছে ৬ কোটি ৪১ লাখ টাকা পাবো। এখন ব্যাংকসহ বিভিন্ন পাওনাদারদের কারণে বাড়িতে থাকা দায় হয়ে পড়েছে। আমরা ওই টাকার জন্যে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। অথচ, ভিএইচ গ্রুপ বিশ্বের প্রায় ৪৪টি দেশে এই ফিডের ব্যবসা করে কোটি কোটি টাকা মুনাফা অর্জন করছে।
প্রসঙ্গত, গত ২৬ আগস্ট পাওনাদাররা প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে প্রথম তাদের এই পাওনা টাকার বিষয়ে অভিযোগ করেন। তারই পরিপ্রেক্ষিতে সেপ্টেম্বর মাসে কোম্পানির পক্ষে পাল্টা সংবাদ সম্মেলন করে সমুদয় টাকা ফেরতের অঙ্গীকার ব্যক্ত করা হলেও এখন পর্যন্ত কোনও দেনা শোধ করেনি কর্তৃপক্ষ।
যশোরের মণিরামপুর উপজেলায় ভিএইচ গ্রুপের দুটি প্রতিষ্ঠান রয়েছে। যারা পোল্ট্রি ও ফিস ফিড উৎপাদন করে বাজারজাত করে।
মতামত দিন