‘ঘটনাস্থলের আশেপাশে সিসি ক্যামেরা লাগানো ছিল। সেটি পরীক্ষা করে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি’
রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীর হাট দূর্গাপুর এলাকার চায়ের দোকানদার গুলশান মিয়াকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১২ অক্টোবর) রাত দেড়টার দিকে দূর্গাপুর রাস্তায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় জায়গীর হাট বাসস্ট্যান্ডে নিহত গুলশান মিয়ার একটি চায়ের ছিল। সে দূর্গাপুর গ্রামে স্ত্রী ও সন্তান নিয়ে একটি বাসায় ভাড়া থাকতো। সোমবার রাত দেড়টার দিকে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে দূর্গাপুর রাস্তায় আগে থেকে ওঁৎ পেতে থাকা হেলমেটধারী দুই ব্যক্তি গুলশান মিয়ার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কুপিয়ে গুরতর আহত করে। পরে এলাকাবাসী গুলশান মিয়াকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত গুলশানের বাড়ি মিঠাপুকুর উপজেলার মমিনপুর গ্রামে তার বাবার নাম আব্দুল হক বলে পুলিশ জানিয়েছে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান জানান, এলাকাবাসী জানিয়েছে, নিহত গুলশান মিয়ার স্ত্রীর সাথে এক যুবকের পরকীয়া সম্পর্ক ছিল, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, “ঘটনাস্থলের আশেপাশে সিসি ক্যামেরা লাগানো ছিল। সেটি পরীক্ষা করে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।”
মতামত দিন