বুধবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মামলাটি করা হয়
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সাইবার ট্রাইবুন্যালের বিচারক মো. আস-শামস জগলুল হোসেনের আদালতে মামলাটি করা হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে লাইভে এসে নুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে "দুশ্চরিত্রা" উল্লেখ করায় এ মামলা করা হয়েছে বলে জানা গেছে।
ধর্ষণের বিচারের দাবিতে অনশন করতে থাকা ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের এক ছাত্রী মামলাটি করেছেন। গত বৃহস্পতিবার থেকে স্নাতকোত্তর পর্বের ওই শিক্ষার্থী ক্যাম্পাসে আমরণ অনশন পালন করছেন।
এর আগে, গত ২০ সেপ্টেম্বর নূরসহ সাধারণ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক হাসান, নাজমুল হাসান সোহাগ ও সাইফুল ইসলাম, পরিষদের সহ-সভাপতি নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এনে লালবাগ থানায় মামলা করেন ওই ছাত্রী।
মতামত দিন