গত ১২ অক্টোবর ভারতের নয়াদিল্লি সফরের মধ্যদিয়ে দক্ষিণ এশিয়া সফর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান
তিনদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান। ভারত সফর শেষে বুধবার (১৪ অক্টোবর) বিকাল ৫টার দিকে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।
সফরের শুরুতে রাতেই রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করবেন বিগান।
এরপর, বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে তার বৈঠক হবে। এদিন দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করার কথা রয়েছে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর।
এই সফরে বিগান সবার সমৃদ্ধির জন্য একটি স্বাধীন, অবাধ, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার উপর জোর দেবেন বলে গত শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছিল।
এবিষয়ে সোমবার পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাংবাদিকদের বলেন, ইন্দো-প্যাসিফিক স্ট্রাটেজি নিয়ে যুক্তরাষ্ট্রের বেশি আগ্রহ থাকলেও বাংলাদেশ চায় অর্থনীতি, বিনিয়োগসহ অন্যান্য খাতের উপর জোর দিতে।
তিনি সাংবাদিকের প্রশ্নে বলেন, “তাদের বিনিয়োগ করতে হবে। আমাদের অবকাঠামোতে তাদের কোনো অবদান নেই, কিন্তু তারা চাইলেই করতে পারে।”
পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাভাইরাস মহামারির কারণে তৈরি পোশাক শিল্পের ক্ষতি পোষাতে সাহায্য চাইবে বাংলাদেশ।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ এবং আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের অংশীদারিত্বের বিষয়টি পুনঃনিশ্চিত করবেন স্টিফেন বিগান।
একইসঙ্গে, কোভিড-১৯ মোকাবেলা ও অর্থনীতি পুনরুদ্ধার এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব ও যৌথ সহযোগিতা নিয়ে সফরে আলোচনা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
গত ১২ অক্টোবর ভারতের নয়াদিল্লি সফরের মধ্যদিয়ে দক্ষিণ এশিয়া সফর শুরু করেছেন বিগান।
মতামত দিন