তিনটি রামদা ও চারটি ককটেলসহ ইউপি চেয়ারম্যান ও তার ভাইকে আটক করে র্যাব
মাদারীপুর পৌরশহরের বিসিক শিল্প নগরী এলাকার বাসা থেকে ককটেল ও দেশীয় অস্ত্রসহ উপজেলার পাঁচখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও তার ভাইকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ এর সদস্যরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইফতেখারুজ্জামান।
গ্রেফতার দুই ব্যক্তি হলো- ইউপি চেয়ারম্যান আক্তার হাওলাদার (৪১) ও তার ভাই বখতিয়ার হাওলাদার (৩৩)।
র্যাব জানায়, পাঁচখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হাওলাদারের ভাই বখতিয়ার হাওলাদার একটি মামলার পালাতক আসামি। তাকে গ্রেফতার করতে বৃহস্পতিবার ভোরে মাদারীপুর শহরের বিসিক শিল্প নগরীর এলাকায় ওই ইউপি চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় চেয়ারম্যান আক্তারের বাড়ি থেকে তিনটি রামদা ও চারটি ককটেল উদ্ধার করা হয়। পরে ইউপি চেয়ারম্যান ও তার ভাইকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব হেফাজতে নেয়া হয়।
র্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক এএসপি মো. ইফতেখারুজ্জামান জানান, আসামীদ্বয়কে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ও ককটেলসহ মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে দু’টি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
মতামত দিন