এছাড়া মেঘনা নদী থেকে ৭০ কেজি মা ইলিশ ও ২৫ লাখ মিটার কারেন্টজাল জব্দ করা হয়
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরায় ১৮ জন জেলের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আরও দুইজন জেলেকে একই অপরাধে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার বিকালে (১৬ অক্টোবর) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মু. রাশেদুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস শিকদার ও বিকাশ চন্দ্র বর্মণ।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল কবীর এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযানে নৌপুলিশ বৃহস্পতিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে জেলেদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ড ও জরিমানা করেন।
এদিকে, পৃথক অভিযানে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত মুন্সীগঞ্জের সদর উপজেলার আধারা ইউনিয়নের বকচর গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে ৭০ কেজি মা ইলিশ ও ২৫ লাখ মিটার কারেন্টজাল জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি।
আব্দুল্লাহপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক হোসেন এ খবর নিশ্চিত করে বলেন, “জব্দ করা জাল ধ্বংস করা হয় ও ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।”
মতামত দিন