রবিবার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি শিশু সানজিদা
সদর উপজেলার হরিনারায়ণপুরের কাচারি মাঠের পাশে পরিত্যক্ত টয়লেট থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সানজিদা খাতুন (৬) ওই এলাকার সোহাগ হোসেনের মেয়ে।
জানা যায়, রবিবার দুপুর থেকেই নিখোঁজ ছিল সানজিদা। বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি সে। অনেক খোঁজাখুঁজি করে কোথায় না পাওয়া যাওয়ায় পরিবারের লোকজন এলাকায় মাইকিং করে। পরে সন্ধ্যার পর একটি পরিত্যাক্ত টয়লেট থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে গিয়ে লাশটি সানজিদার বলে শনাক্ত করে।
স্থানীয়রা জানান, টয়লেটের মেঝেতে সানজিদার লাশ পড়ে ছিল। তার মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার পুলিশ। তারা লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
এ প্রসঙ্গে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতিকুর রহমান আতিক বলেন, “পরিত্যাক্ত একটি টয়লেট থেকে সানজিদা নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ হাসপাতালে পাঠানো হচ্ছে। প্রাথমিক ভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।”
মতামত দিন