এর আগে ১৯৫৩ সালে সর্বশেষ কোনো নারীর মৃত্যুদণ্ডের সাজা হয় যুক্তরাষ্ট্রে
যুক্তরাষ্ট্রে অন্তঃসত্ত্বা এক নারীকে হত্যা করে তার পেট কেটে সন্তান চুরির দায়ে অপর এক নারীকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে দেশটির একটি আদালত। আগামী ৮ ডিসেম্বর শরীরে বিষাক্ত ইঞ্জেকশনের প্রয়োগের মাধ্যমে সেই অপরাধের সাজা দেওয়া হবে।
সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, ২০০৪ সালে এক নারীকে খুন করে পেট কেটে সন্তান চুরি করেন সাজাপ্রাপ্ত লিসা মন্টগোমরি। এর পরে সেই সন্তানকে নিজের বলে চালানোর চেষ্টা করেন তিনি। এর জের ধরে ২০০৭ সালে আদালত তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়। এরপর সর্বোচ্চ এই সাজা রোধের জন্য অনেক চেষ্টা করেন লিসা। তবে কিছুতেই কিছু হয়নি।
মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস জানিয়েছে, লিসা নিজের শহর কানসাস থেকে গাড়ি চালিয়ে যান মিসৌরির বাসিন্দা স্টিনেটের বাড়িতে। স্টিনেট তখন আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাকে শ্বাসরোধ করে খুন করার পর ছুরি এনে তলপেট চিরে গর্ভস্থ সন্তান বের করে নেন লিসা। এর পরে সেই শিশুকে নিজের বলে চালানোর চেষ্টা করেন।
এদিকে লিসা মানসিকভাবে অসুস্থ বলে আইনজীবীরা মৃত্যুদণ্ড না দেওয়ার আবেদন করলেও আদালত তাতে কর্ণপাত করেনি। হত্যা ও শিশু অপহরণের দায়ে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা হয়। এর আগে ১৯৫৩ সালে সর্বশেষ কোনো নারীর মৃত্যুদণ্ডের সাজা হয় যুক্তরাষ্ট্রে।
মতামত দিন