অন্তত ৫-৬ দিন আগে দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে মরদেহ ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ
গাজীপুরে একটি রিসোর্টের পাশে ধানক্ষেত থেকে এক যুবকের গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ২৮ বছর বয়সী ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে সদর থানার নান্দুয়াইন এলাকায় গজারী বনের ভেতরে নাফিস গার্ডেন নামে ওই রিসোর্টের পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ বায়োজিদ ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে সেটি উদ্ধার করে। নিহতের গলা কাটা ও শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। তার পরনে স্কাই ব্লু রংয়ের জিন্সের প্যান্ট ও নীল রংয়ের ফুলহাতা শার্ট ছিল।
ময়নাতদন্তের জন্য মরদেহটি লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঞা জানান, অন্তত ৫-৬ দিন আগে দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে মরদেহ ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
মতামত দিন