বিমান বাহিনীর একটি হেলিকপ্টার রাতভর আকাশপথে টহল দেয়
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে ইলিশ সংরক্ষণ অভিযানে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।
অন্যান্য দিনের মতো মঙ্গলবারও (২০ অক্টোবর) রাতভর অভিযান চালায় নৌ-পুলিশ ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার আকাশপথে অভিযানে অংশ নেয়।
অভিযানে ৯১টি ইলিশ ধরার ট্রলার ধ্বংস করে দিয়েছে নৌ-পুলিশ সদস্যরা। এছাড়া ১০ লাখ মিটার কারেন্ট জালও জব্দ করে ধ্বংস করা হয়।
মুন্সীগঞ্জ জেলা ড. মো. আব্দুল আলীম জানান, নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমানের নেতৃত্বে পদ্মার বিভিন্ন চরে অভিযান পরিচানা করা হয়। এ সময় বিভিন্ন চর ও নদী থেকে ৯১টি ট্রলার ও ১০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানে ৬ জেলেকে আটক করা হয়েছে যাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হচ্ছে।
মতামত দিন