সংবাদ সম্মেলনে কথা বলবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয়ে বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কথা বলবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (২১ অক্টোবর) বেলা ১২টায় অনলাইনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
করোনাভাইরাসের বিস্তার রোধে এপ্রিলের পর থেকে সব বোর্ড ও জাতীয় পরীক্ষা বন্ধ রয়েছে। সম্প্রতি এসএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করে পিএসসি ও জেএসসির সমমানের পরীক্ষায় শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে এসএসসি’র ফলাফল তৈরি করার কথা বলা হয়।
মতামত দিন