শিশুর বাবা বাদী হয়ে রুবেল মোল্যা (১৮) নামের এক তরুণকে আসামি করে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেছেন
গোপালগঞ্জের কাশিয়ানীত উপজেলায় এক শিশুকে (৬) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। গত ১৭ অক্টোবর দুপুরে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে শিশুর বাবা বাদী হয়ে রুবেল মোল্যা (১৮) নামের এক তরুণকে আসামি করে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত রুবেল কাশিয়ানী উপজেলার বকু মোল্যার ছেলে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা জানান, ওই শিশুদের বাড়িতে নির্মাণ কাজ চলছে। অভিযুক্ত রুবেল মোল্যা রাজমিস্ত্রীর সহকারী হিসেবে ওই বাড়িতে কাজ করছিল। এ সময় শিশুটি ভবনের পাশের টিউবওয়েলে হাত ধোয়ার জন্য যায়। রুবেল তাকে খেলা দেখানোর কথা বলে ভবনের একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এতে শিশুটি চিৎকার করলে পরিবারের লোকজন এগিয়ে আসে। এ সময় রুবেল পালিয়ে যায়। পরে শিশু তার পরিবারের লোকজনের কাছে বিষয়টি জানায়।
ওই কর্মকর্তা আরও জানান, ঘটনার পর শিশুর বাবা বিষয়টি জেনে মেয়েকে নিয়ে তাৎক্ষণিক কাশিয়ানী থানায় আসেন এবং রুবেলকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) সজীব কুমার মণ্ডল বলেন, “আদালতের মাধ্যমে শিশুর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। আসামি পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”
মতামত দিন