সিগন্যাল না মেনেই একটি ট্রেন স্টেশনে প্রবেশ করায় এই দুর্ঘটনা ঘটে
ঝিনাইদহের কোটচাঁদপুরে দুইটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাতে সাফদারপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও সারাদেশের সাথে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাফদারপুর স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, দর্শনা থেকে নওয়াপাড়াগামী মালবাহী ডাউন ট্রেনটি স্টেশনে প্রবেশ করার সময় খুলনা থেকে পার্বতীপুরগামী তেলবাহী কেপি ২১ আপ মালবাহী ট্রেনটি সিগন্যাল ছাড়াই স্টেশনে ঢুকে যায়। এতে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয় এবং একটির ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়।
তিনি বলেন, “সংঘর্ষের পর দক্ষিণাচঞ্চলের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। মঙ্গলবার সকাল ৬ টার দিকে ঈশ্বরদী থেকে আসা উদ্ধারকারী ট্রেন কাজ শুরু করেছে। উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।”
একই লাইনে দুইটি ট্রেন কীভাবে ঢুকে পড়লো এমন প্রশ্নের জবাবে স্টেশন মাস্টার জানান, “পার্বতীপুরগামী আপ ট্রেনের ড্রাইভার সিগন্যাল না মেনে (সিগন্যাল ছাড়াই) ওভারস্যুট করে স্টেশনে ঢুকে পড়ায় এমনটি হয়েছে। উদ্ধার ও লাইন মেরামত করতে ৪/৫ ঘন্টা সময় লাগতে পারে।”
মতামত দিন