বোতলগুলো কম্প্রেসার মেশিনে প্রেস করার সময় বিকট শব্দে বিস্ফোরিত হয়
রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ ভাঙ্গা মসজিদ এলাকায় একটি পুরনো মালামাল কেনাবেচার দোকানে পারফিউম স্প্রের খালি বোতল বিস্ফোরিত হয়ে দোকান মালিকসহ সাতজন দগ্ধ হয়েছেন। স্প্রের পরিত্যক্ত বোতল প্রেশার মেশিনে রোল করার সময় বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। দগ্ধদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধারের পর বেলা সাড়ে ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন- দোকানের মালিক আব্দুল আলীম (৫০), কর্মচারি আমির হোসেন (৪৫), ফারুক (৩৫), সাইদুর রহমান(৩৫) এবং পাশের দোকানের কাইয়ুম(৪০), সুরুজ (২৫) ও রাসেল(২৫)।
দগ্ধ আব্দুল আলীম জানান, বোতলগুলো কম্প্রেসার মেশিনে প্রেস করার সময় বিকট শব্দে বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনাটি ঘটে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, দগ্ধ অবস্থায় ৭ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের পাঁচ জনের শরীরে ২০ থেকে ৭৫% পর্যন্ত পুড়ে গেছে এবং দুই জনের অবস্থা অপেক্ষাকৃত ভালো।
মতামত দিন