ডিবি পুলিশের এএসআই রায়হানুল ইসলাম ওরফে রাজুর নেতৃত্বে মহানগরীর হারাগাছ থানার ক্যাদারের পুল এলাকায় একটি বাড়িতে নবম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষনের অভিযোগ ওঠে
রংপুরের হারাগাছে স্কুল ছাত্রীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি রংপুর মহানগর ডিবি পুলিশের এএসআই রায়হানুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) রাত সোয়া ৯টায় রংপুর পুলিশ লাইন থেকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছে পিবিআই।
রংপুর পিবিআই পুলিশ সুপার জাকির হোসেন জানান, পুলিশ জানায় ধর্ষণের ঘটনায় ভিকটিম বুধবার রংপুরের আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি প্রদান করে। সেখানে তাকে ধর্ষণের প্রধান আসামি হিসেবে পুলিশ কর্মকর্তা রায়হানুল ইসলামের নাম উল্লেখ করে। এর পরপরই রাত সোয়া ৯টার তিকে ওই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন - পুলিশের এএসআইয়ের নেতৃত্বে স্কুলছাত্রীকে গণধর্ষণ
প্রসঙ্গত, রংপুর মেট্রোপলিট্রন ডিবি পুলিশের এএসআই রায়হানুল ইসলাম ওরফে রাজুর নেতৃত্বে মহানগরীর হারাগাছ থানার ক্যাদারের পুল এলাকায় একটি বাড়িতে নবম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষনের অভিযোগ ওঠে। এ ঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে পুলিশ সদস্য রাজুসহ ২ জনের নাম উল্লেখ করে ধর্ষণ মামলা করেন।
আরও পড়ুন - যৌন হয়রানির অভিযোগে পুলিশ কনস্টেবলেকে তরুণীদের জুতাপেটা
মতামত দিন