কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন
কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় একটি বাড়ির পেছন থেকে মাটি খুঁড়ে এক দম্পতি ও তাদের সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে খবর পেয়ে মাটি খুঁড়ে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- আসাদ মিয়া (৫০), তার স্ত্রী পারভিন আক্তার (৪২) ও তাদের ১১ বছর বয়সী সন্তান লিয়ন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আসাদের ছোটভাই দ্বীন ইসলামসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মতামত দিন