কর্মস্থল শহরের লুসাই ভবন থেকে ভাড়া বাড়ি ব্যাটারির গলিতে যাবার পথে নিখোঁজ হন গোলাম সরোয়ার
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য ও আজকের সূর্যোদয়ের চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার গোলাম সরোয়ার (৩৬) চট্টগ্রাম শহর থেকে নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ) তিনি কর্মস্থল শহরের লুসাই ভবন থেকে ভাড়া বাড়ি ব্যাটারির গলিতে যাবার পথে নিখোঁজ হন।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা গোলাম সরোয়ারকে বাড়ির বাইরে যেতে দেখেন। তবে এরপর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে
এ ঘটনায় বৃহস্পতিবারেই আজকের সুর্যোদয়ের সহকারী সম্পাদক যুবায়ের সিদ্দিকী নগরীর কোতোয়ালি থানায় একটি ডায়েরি করেছেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) নোবেল চাকমা জানান, বিষয়টি নিয়ে তারা তদন্ত করছেন।
এদিকে, সাংবাদিক নিখোঁজ হওয়ার বিষয়ে চট্টগ্রাম ইউনিয়ন অফ জার্নালিস্টস (সিইউজে) গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) এক জরুরি সভার মাধ্যমে সংগঠনটির পক্ষ থেকে গোলাম সরোয়ারকে উদ্ধারের দাবি জানানো হয়েছে।
এছাড়া, চট্টগ্রাম মেট্রোপলিটন ইউনিয়ন অব জার্নালিস্টস (সিএমইউজে) সাংবাদিক নিখোঁজ হওয়ার বিষয়ে এক বিজ্ঞপ্তির মাধ্যমে গভীর উদ্বেগ প্রকাশ করে তাকে উদ্ধারের জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।
মতামত দিন