মাছটি কেটে ১ হাজার টাকা কেজি বিক্রি করেন
জামালপুরের মেলান্দহ উপজেলায় ২৯ কেজি ওজনের বাঘাইড় মাছ দেখতে ভীড় জমিয়েছে লোকজন। শনিবার (৩১ অক্টোবর) শেষ রাতে যমুনা নদীতে ধরা পড়ে মাছটি।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চাদুয়াবাড়ি ইউনিয়নের দলগেরচর এলাকার জেলে কাদেরের জালে ধরা পড়ে বাঘাইড়টি। পরে এটি জামালপুরের মেলান্দহের মাছ ব্যবসায়ী হানিফ ও মোতাহারের নিকট বিক্রি করে দেওয়া হয়।
মাছ ব্যবসায়ীরা জানান, রবিবার (১ নভেম্বর) দুপুরে জেলে কাদের ব্যাপারী মাছটি মাহমুদপুর বাজারে বিক্রি করতে নিয়ে আসলে তারা কিনে নেন। পরে তারা মাছটি কেটে ১ হাজার টাকা কেজি বিক্রি করেন।
মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করছেন।
মতামত দিন