মালিকসহ ওই প্রতিষ্ঠানের তিন কর্মচারীকেও গ্রেফতার করা হয়েছে
কুষ্টিয়া শহরের বনফুড বেকারি কাম রেস্তোরাঁর পিৎজা ও বার্গার খেয়ে ২৫ জন অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনায় সেই রেস্তোরাঁর মালিক শাকিল আহম্মেদ জালালসহ প্রতিষ্ঠানের তিন কর্মচারীকে পুলিশ আটক করেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) খাবার খেয়ে ২৫ জোনের অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটে। তাদের মধ্যে গুরুতর অসুস্থ আটজনকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় শনিবার রাতেই কুষ্টিয়া মডেল থানা পুলিশ শহরের বনফুড বেকারির মালিক শাকিল আহম্মেদ জালালকে গ্রেফতার করে। পরে ওই প্রতিষ্ঠানের তিন কর্মচারীকেও গ্রেফতার করা হয়।
খাবার খেয়ে অসুস্থ হওয়ার ঘটনায় শনিবার রাতেই কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ বাদী হয়ে নিরাপদ খাদ্য নিয়ন্ত্রণ আইন ২০১৩ মোতাবেক মামলাটি দায়ের করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার জানান, খাদ্যে বিষক্রিয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার এসআই মাহামুদ্দুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার খাবার খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ায় পুলিশ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছে।
মতামত দিন