তবে, তাকে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হয়েছে বলে জানিয়েছেন তার সহকর্মীরা
কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল করিমকে ১৩০ পিস ইয়াবাসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরের পাশে সিয়াম কাউন্টারের সামন থেকে তাকে আটক করে র্যাব। র্যাব-১৪’র (রৌমারী-রাজীবপুর) ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এমএম সবুজ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, রবিউল করিমকে বিকাল থেকে অনুসরণ করছিল র্যাব। তিনি সন্ধ্যার পর যে স্থান থেকে বের হয়েছেন সেটি মাদকের আখড়া হিসেবে পরিচিত। সন্ধ্যার পর তার মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব সদস্যরা।
তবে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানসহ অন্য ইউপি সদস্যদের দাবি, ইউপি চেয়ারম্যানের প্রতি অনাস্থা আনায় ওই ইউপি সদস্যকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।
তারা জানান, রবিউল করিম রৌমারী ইউনিয়নের পরপর দুই বার নির্বাচিত ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বাবা মৃত বদিউজ্জামান বাচ্চু মিয়া দীর্ঘদিন রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লাল মিয়া বলেন, “স্থানীয়দের কাছে রবিউল অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও ইউপি সদস্য হিসেবে পরিচিত। মাদকের সাথে তার কোনও রকম সংশ্লিষ্টতা থাকতে পারেনা। হীন উদ্দেশে তার গাড়িতে ইয়াবা রেখে কেউ তাকে ফাঁসিয়েছে।”
তিনি আরও বলেন, “রবিবার দিনভর আমরা সব ইউপি সদস্য এক সাথে ছিলাম। উপজেলা পরিষদ চত্বরে আমাদের অনেকের গাড়ি রেখে আমরা ইউএনও মহোদয়ের সাথে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আলোচনা করতে গিয়েছিলাম। এ সময় তার গাড়িতে কেউ ইয়াবা রেখে তাকে ফাঁসিয়ে থাকতে পারে। ইউনিয়ন পরিষদের সকল সদস্য এর নিন্দা জানাই ও ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।”
তবে ইউপি সদস্যদের এমন দাবিকে প্রত্যাখ্যান করে র্যাব-১৪’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এমএম সবুজ রানা বলেন, “দীর্ঘক্ষণ অনুসরণ করে চলন্ত গাড়ি থামিয়ে তাকে আটক করা হয়েছে। তিনি যে জায়গা থেকে বের হয়ে এসেছেন সেটি মাদকের উৎসস্থল হিসেবে পরিচিত। তার মোটরসাইকেলে ইয়াবা পাওয়া গিয়েছে বলেই তাকে আটক করা হয়েছে। আর তিনি ইউপি সদস্য এটা আমরা আটকের আগে জানতাম না।”
আটক ইউপি সদস্যকে পুলিশে হস্তান্তর ও তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
মতামত দিন