নিহত খাদিজা গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের মো. মনজু ফকিরের মেয়ে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় শেয়াল ধরার বৈদ্যুতিক ফাঁদের তারে জড়িয়ে খাদিজা খাতুন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত খাদিজা গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের মো. মনজু ফকিরের মেয়ে। সে স্থানীয় নলডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানায়, খাদিজাদের বাড়ির পাশেই একটি মুরগির খামার রয়েছে। খামারে দীর্ঘ দিন শেয়াল ও কুকুরের উৎপাতের কারণে বৈদ্যুতিক তারের ফাঁদ পেতেছিলেন খামার মালিক জসিম সরদার। সন্ধ্যার দিকে শিশুটি অনান্য শিশুদের সঙ্গে খেলার সময়ে তারে জড়িয়ে বিদ্যুতপৃষ্ট হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, শিশুটির মৃতদেহ সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
মতামত দিন