মেয়ে নাবালিকা হওয়ায় বিয়ের প্রস্তাবে রাজী হননি বাবা রমজান আলী। এতে ক্ষিপ্ত হয়ে বায়োজিদ তার চাচা সেলিম খানসহ পরিবারের লোকজন রমজান আলীকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে
জামালপুর জেলার মাদারগঞ্জে নিখোঁজ মো. রমজান আলী গুডুকে জীবিত উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার জোড়খালী ইউনিয়নের হাটমাগুরা গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিখোঁজের স্ত্রী জানান, গত ২২ অক্টোবর রাতে মো. রমজান আলী গুডু (৪০) সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে যাননি।
রমজান আলীর মেয়ে মীম (১৬) বলেন, দুই সপ্তাহ হয়ে গেল বাবা নিখোঁজ হয়েছেন। তিনিই আমাদের একমাত্র অবলম্বন ও আশ্রয়স্থল। তাকে হারিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি। আমি আমার বাবাজে জীবিত ফেরত চাই।
নিখোঁজ ব্যক্তির বড় ভাই শহিদুল বলেন, অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া না গেলে পরদিন তিনি মাদারগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর পরেও তাকে খুঁজে না পেয়ে ২৭ অক্টোবর একই থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেছেন।
শহিদুল আরও বলেন, তিন মাস আগে মো. রমজান আলী গুডুর স্কুল পড়ুয়া মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় একই এলাকার মো. আবুল খানের ছেলে মো. বায়োজিদ (২৪)। কিন্তু মেয়ে নাবালিকা হওয়ায় বিয়ের প্রস্তাবে রাজী হননি বাবা রমজান আলী। এতে ক্ষিপ্ত হয়ে বায়োজিদ তার চাচা সেলিম খানসহ পরিবারের লোকজন রমজান আলীকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। এ কারণেই রমজান আলীকে অপহরণ করে হত্যার পর তার লাশ গুম করে রাখতে পারে।
মানববন্ধনে নিখোঁজ রমজান আলীর বাবা আব্দুল মন্ডল, স্থানীয় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারেক, সহসভাপতি মো. জহুরুল হক মাস্টার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হামিদুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মঞ্জু মিয়া প্রমুখ।
বক্তারা সকলেই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সকল আসামিদের দ্রুত গ্রেফতার ও নিখোঁজ মো. রমজান আলী গুডুকে উদ্ধারের দাবি জানান।
এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ মো. সামিউল আলম বলেন, “নিখোঁজের ব্যাপারে থানায় মামলা হওয়ার পর ঘটনার সাথে সম্পৃক্তদের গ্রেফতারের চেষ্টার পাশাপাশি নিখোঁজ মো. রমজান আলী গুডকে খুঁজে বের করার জন্য অভিযান অব্যাহত রেখেছি।”
মতামত দিন