শিশু নাইমা তার বাবার হোটেল থেকে খাবার নিয়ে বাড়িতে ফিরছিল
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় উল্টো পথে আসা মোটর সাইকেলের চাপায় নাঈমা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার তেলীখালী ইউনিয়ন পরিষদের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু নাঈমা হোটেল ব্যবসায়ী ইব্রাহিম মিয়ার মেয়ে। নাঈমা জুনিয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণির ছাত্রী।
ভান্ডারিয়ার তেলীখালী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক নূর আমিন জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে নাইমা তার বাবার হোটেল থেকে খাবার নিয়ে তাদের বাড়িতে ফিরছিল। এ সময় “রং সাইড” থেকে আসা একটি মটর সাইকেল তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
উপপরিদর্শক নূর আমিন বলেন, “এ ঘটনায় ঘাতক মোটরসাইকেল চালক ইমাম হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।”
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান বলেন, “নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
মতামত দিন