হেলিকপ্টার “বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মদ” এবং “বীর শ্রেষ্ঠ আব্দুর রউফ” উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) সংযোজন হওয়া অত্যাধুনিক দুটি হেলিকপ্টারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে তিনি সীমান্ত সুরক্ষায় নিয়োজিত এ সংস্থাকে “ত্রিমাত্রিক বাহিনী” হিসেবে ঘোষণা করেছেন।
রবিবার (৮ নভেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে বিজিবি এয়ার উইংয়ের অত্যাধুনিক এমআই ১৭১ ই হেলিকপ্টার “বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মদ” এবং “বীর শ্রেষ্ঠ আব্দুর রউফ” উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রী এ সময় বলেন, “আমরা মুজিববর্ষ উদযাপন করছি। এ মুজিববর্ষে বিজিবি দুটি হেলিকপ্টার পেল। এটি আসলেই গর্বের বিষয়। আমি বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করছি। আজ থেকে বিজিবি একটি ত্রিমাত্রিক বাহিনী।”
তিনি বিজিবি সদস্যদের আন্তরিকতা ও বিশ্বাসের সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালনের মাধ্যমে বাহিনীর সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।
“এ বাহিনীকে সর্বশ্রেষ্ঠ বাহিনী হিসেবে গড়ে তোলা হোক,” বলেন তিনি।
বিজিবি দেশের সীমানা রক্ষা করে যা তাদের জন্য অনেক বড় দায়িত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “এজন্য সরকার এ বাহিনীর জন্য যা যা প্রয়োজন তাই করবে।”
বিজিবিকে একটি আধুনিক ও সময়োপযোগী সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার ব্যাপক সংস্কার ও উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে বলেও জানান সরকার প্রধান।
মতামত দিন