এ ঘটনায় অভিযুক্ত উত্তম কুমার আকাশ এখনও পলাতক রয়েছে
ফেনীর ফুলগাজীতে বখাটের উৎপাতে এক কিশোরী (১৩) আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। কিশোরীর বাবা রবিবার (৮ নভেম্বর) এ ঘটনায় অভিযুক্ত উত্তম কুমার আকাশের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ফুলগাজী থানায় মামলা দায়ের করেছেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দীন এসব তথ্য নিশ্চিত করেছেন। মামলার অভিযোগে বলা হয়, গত ৩১ অক্টোবর দুপুরে ওই কিশোরী পরিবারের সদস্যদের সাথে জিএম হাট ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামে তার এক আত্মীয়ের শ্রাদ্ধের অনুষ্ঠানে যায়। সেখানে ওই কিশোরীকে ঘরে একা পেয়ে অভিযুক্ত আকাশ তাকে কু-প্রস্তাব দেয়। এতে ওই কিশোরী সাড়া না দেয়ায় আকাশ অশ্লীল কথাবার্তা বলে তাকে চরম অপমান করে। অপমান সইতে না পেরে সন্ধ্যায় নিজ বাড়িতে গিয়ে ওই কিশোরী সবার অজান্তে বিষপান করে।
এক পর্যায়ে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার ওই কিশোরীর মৃত্যু হয়।
ফুলগাজী থানার ওসি মোহাম্মদ কুতুব উদ্দীন ঢাকা ট্রিবিউনকে বলেন, “অভিযুক্ত আকাশ ঘটনার পর থেকে পলাতক রয়েছে। পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করছে।”
মতামত দিন