দগ্ধদের অধিকাংশই একই পরিবারের সদস্য
চট্টগ্রামের উত্তর কাট্টলি এলাকার একটি বাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুই শিশুসহ নয়জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের অধিকাংশই একই পরিবারের সদস্য।
রবিবার (৮ নভেম্বর) রাত ৯টায় ছয় তলা একটি ভবনের পঞ্চম তলায় আগুন লাগে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ কন্ট্রোল রুম। অগ্নিকাণ্ডে দগ্ধ ব্যক্তিরা হলো – মিজানুর রহমান (৪২), সাইদুল ইসলাম (২৫) বিবি সুলতানা (৩৬), পেয়ারা বেগম (৬৫), রিয়াজ (২২), জাহান (২১), সুমাইয়া (১৮), মাহির (৮), ও মানহা (২)।
চটগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। পরে সেখান থেকে পুরো বাড়ির বৈদ্যুতিক সংযোগের তারে আগুন ধরে যায়। খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার ঢাকা ট্রিবিউনকে বলেন, “রবিবার রাত ১১টার দিকে হাসপাতালে আগুনে দগ্ধ নয়জন রোগী হাসপাতালে ভর্তি হয়। বর্তমানে তাদের হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।”
মতামত দিন