সন্তানের সামনে প্রকাশ্যে রাস্তায় তার রগ কেটে দেয় রাসেল
বরিশালের বানারীপাড়া উপজেলায় সন্তানের সামনে স্ত্রীর রগ কেটে দেওয়ার অভিযোগে রাসেল বালি (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। যৌতুকের জন্য হ্যাপি বেগম (২৪) নামের ওই নারীর ওপর এ নির্যাতন চালানো হয়।
সোমবার (৯ নভেম্বর) অভিযুক্ত ওই স্বামীকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযুক্তরা হলো- রাসেল বালি, তার বাবা হাসান বালি, মা খাদিজা বেগম এবং চাচাতো ভাই জসিম বালি।
জানা গেছে, হ্যাপির কাছে ৩ লাখ টাকা যৌতুক চান রাসেল। দাবি করা টাকা না দেওয়ায় গত ৩ অক্টোবর সকালে সন্তানের সামনে প্রকাশ্যে রাস্তায় তার রগ কেটে দেয় রাসেল।
পরে হ্যাপিকে উদ্ধার করে স্থানীয়রা বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্ত্রীকে নির্যাতনের ঘটনা এখন থেকে এক মাসের বেশি সময় আগে ঘটে। এর জের ধরে গত ৪ অক্টোবর হ্যাপি বেগমের বাবা আবদুর রাজ্জাক বানারীপাড়া থানায় একটি মামলা করেন।
মতামত দিন