গত ১৪ অক্টোবর রাতে শিশু মারিয়ার বাবা, মা ও দুই ভাই-বোনকে গলা কেটে হত্যা করা হয়
সাতক্ষীরার কলারোয়ায় একরাতে পরিবারের ৪ জনকে হারানো শিশু মারিয়াকে দত্তক নিতে চান বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক জিএস গোলাম রব্বানী।
রবিবার (৮ নভেম্বর) মধ্যরাতে তিনি কলারোয়ার চার খুনের ঘটনাস্থল হেলাতলায় যান এবং নিহতদের পরিবারের বেঁচে যাওয়া একমাত্র শিশু মারিয়ার খোঁজখবর নেন। এ সময় রাব্বানী তার সাথে খেলায় মেতে ওঠেন এবং বেশকিছু সময় অবস্থান করেন।
গোলাম রাব্বানী মারিয়াকে দত্তক নেওয়ারও আগ্রহ প্রকাশ করে ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর সঙ্গে কথা বলেন এবং এ জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
পিতা-মাতা-ভাই-বোনকে হারিয়ে সাড়ে ৬ মাসের শিশু মারিয়া এখন সাতক্ষীরা জেলা প্রশাসকের তত্ত্বাবধায়নে কলারোয়ার হেলাতলা ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের কাছে রয়েছে।
এ সময় তিনি অপেক্ষমান গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, “আমি মারিয়াকে দত্তক নিতে চাই। মারিয়ার ভবিষ্যৎ নিশ্চিত করাটা খুবই জরুরি। এ জন্য তার একজন ভাল অভিভাবক দরকার। যিনি তাকে আদর্শবান করে গড়ে তুলবেন।”
গোলাম রাব্বানী আরও বলেন, “বর্তমানে মারিয়া ইউপি সদস্য নাসিমা খাতুনের কাছে আছে এবং ভাল রয়েছে। তিনি মারিয়াকে মায়ের মমতা দিয়ে আগলে রেখেছেন। তারপরও আমি মারিয়াকে আইনগতভাবে দত্তক নিতে ইচ্ছুক।”
জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “মারিয়াকে যার কাছে দেওয়া হোক না কেন, কোন পরিবার তার জন্য গ্রহণযোগ্য, সেটা যেন বিবেচনা করা হয়। এমন পরিবারের কাছে যেন তাকে না দেওয়া হয়, যে পরিবারে বেড়ে উঠতে তার সমস্যা হবে।”
প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর রাতে সাতক্ষীরার কলারোয়ার খলসি গ্রামে মাছচাষি শাহিনুর, তার স্ত্রী সাবিনা খাতুন ও দুই শিশু সন্তান সিয়াম হোসেন মাহি (৯) ও তাসমিন সুলতানাকে (৬) গলা কেটে করা হয়। এ সময় সৌভাগ্যক্রমে বেঁচে যায় শাহিনুরের ছোট মেয়ে সাড়ে ৬ মাস বয়সী মারিয়া।
এদিকে, এর আগে রবিবার (৮ নভেম্বর) বিকেলে সাতক্ষীরার তালা উপজেলায় দলীয় পদ না পেয়ে অভিমানে আত্মহননকারী ছাত্রলীগ কর্মী রিয়াদ হোসেন বাবুর পরিবারকে শান্তনা দিতে ছুটে যান গোলাম রব্বানী। এ সময় তিনি পরিবারটির পাশে থাকার বলে ঘোষণা দেন।
গত ৬ নভেম্বর দলীয় পদ না পেয়ে ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেন ছাত্রলীগ কর্মী রিয়াদ হোসেন বাবু (২৫)। রিয়াদ তালা উপজেলার হরিসচন্দ্রকাটি গ্রামের শেখ মঞ্জুরুল রহমানের ছেলে।
মতামত দিন