মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালের সামনে এবং ঢাকা-আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে পৃথক দুটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়
রাজধানীর মাইন্ড এইড হাসপাতালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ৩৩তম ব্যাচের সাবেক শিক্ষার্থী আনিসুল করিম শিপনকে পিটিয়ে হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালের সামনে এবং ঢাকা-আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে পৃথক দুটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এ সময় আয়োজকদের পক্ষ থেকে এএসপি আনিসুল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি প্রদানের জোর দাবি জানানো হয়।
ঢাকা-আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে পৃথক একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। জামাইল বশির
নিহত আনিসুল করিম বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে নিয়োজিত ছিলেন। তার বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়।
আরও পড়ুন - চিকিৎসা নিতে গিয়ে হাসপাতাল কর্মীদের পিটুনিতে এএসপি’র মৃত্যু
প্রসঙ্গত, গত সোমবার (৯ নভেম্বর) রাজধানীর আদাবরে অবস্থিত মাইন্ড এইড হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশ পুলিশের এক এএসপিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সেখানকার কয়েকজন কর্মীর বিরুদ্ধে।
এ ঘটনায় দায়েরকৃত মামলায় “মাইন্ড এইড” হাসপাতালের মার্কেটিং ম্যানেজার আরিফ মাহমুদ জয়সহ ১০ আসামিকে আদালতে হাজির করা হলে তাদেরকে সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আসামিরা হলেন- হাসপাতালের মার্কেটিং ম্যানেজার আরিফ মাহমুদ জয়, কো-অর্ডিনেটর রেদোয়ান সাব্বির, কিচেন সেফ মো. মাসুদ, ওয়ার্ডবয় জোবায়ের হোসেন, ফার্মাসিস্ট মো. তানভীর হাসান, ওয়ার্ডবয় মো. তানিম মোল্লা, সজীব চৌধুরী, অসীম চন্দ্র পাল, মো. লিটন আহাম্মদ ও মো. সাইফুল ইসলাম পলাশ।
মতামত দিন