সোমবার রাতে ওই যুবক ফেসবুকে তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে মহানবীকে (সা.) নিয়ে আপত্তিকর মন্তব্য করে বলে অভিযোগ করা হয়েছে
বরিশালে মেহেন্দীগঞ্জ উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার খরকি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এর আগে সোমবার রাতে ওই যুবক ফেসবুকে তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে মহানবীকে (সা.) নিয়ে আপত্তিকর মন্তব্য করে বলে অভিযোগ করা হয়েছে।
মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবিদুর রহমান জানান, বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের প্রতিবাদের মুখে ওই যুবক পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে না পেয়ে তার বাবা আটক করে পুলিশের কাছে নিয়ে আসে। এরপর মঙ্গলবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্তকে আটক করে।
এদিকে এ ঘটনার পর মঙ্গলবার দুপুরে ওই যুবকের সর্বোচ্চ শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল বের করে মেহেন্দিগঞ্জ উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশ।
মিছিলটি পাতারহাট বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ওসি বরাবর স্মারকলিপি পেশ করে।
মতামত দিন