ভুক্তভোগী ওই নারী এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে ধামরাই থানায় মামলা দায়ের করলেও পুলিশ কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি
ঢাকার ধামরাইয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় (১০ নভেম্বর) ভুক্তভোগী ওই গৃহবধূ নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্তদের বিরুদ্ধে ধামরাই থানায় মামলা দায়ের করেন।
এর আগে গত ২৮ অক্টোবর ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের সন্ধিতারা এলাকায় ওই গৃহবধূ গণধর্ষণের শিকার হন বলে নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা। মামলার আসামিরা হলো - বান্দু মিয়ার ছেলে শামীম, তাজুল ইসলামের ছেলে মোশারফ, সাইফুল ইসলামের ছেলে রুবেল, হাসান আলীর ছেলে সোহেল ও নুরু মিয়ার ছেলে সুমন হোসেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর রাতে সন্ধিতারা গ্রামের লেবু ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকজন বখাটে তার মুখ চেপে ধরে তাকে পাশের লেবু ক্ষেতের ভেতরে নিয়ে যায় । পরে সেখানে অভিযুক্ত পাঁচ আসামি ভুক্তভোগী ওই নারীকে গণধর্ষণ করে। এক পর্যায়ে নির্যাতিতা গৃহবধূর চিৎকার শুনতে পেয়ে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে গত মঙ্গলবার ভুক্তভোগী ওই নারী ধামরাই থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, “ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মামলার আসামিরা এখনও পলাতক রয়েছে। তাদের গ্রেফতার করার জন্য অভিযান চালানো হচ্ছে।”
মতামত দিন