বুধবার (১১ নভেম্বর) বেলা ১১ টার দিকে যাত্রাবাড়ীতে এ ঘটনা ঘটে
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে মেয়ের সামনে মা মরিয়ম বেগম (৪৮) নামে এক নারী বাসের ধাক্কায় নিহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) বেলা ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মরিয়ম বেগম দুইছেলে ও একমেয়েকে নিয়ে রাজধানীর ডেমড়া এলাকায় বাড়া থাকতেন।
মেয়ে জান্নাত আক্তার জানান, “মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাস আমার মাকে ধাক্কা দেয়। এতে মা গুরুতর আহত হলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
মৃতের স্বামী নুর ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঢামেকে ছুটে আসেন তিনি। সামনে মেয়ের পরীক্ষার জন্য শনিরআখড়া মার্কেটে যাচ্ছিল কিছু কেনাকাটার জন্য যাচ্ছিল তারা।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) মো.বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি যাত্রাবাড়ী থানাকে অবগত করা হয়েছে। বাসটিকে জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
মতামত দিন