চকলেটের কার্টুনের পরিবর্তে বন্দরের বাইরে রাস্তা থেকে শাড়ির কার্টুন ট্রাকে পুনরায় লোড করে ঢাকায় নিয়ে যাওয়ার সময় বিজিবি ট্রাকটি জব্দ করে
মিথ্যা ঘোষণা দিয়ে ভারত থেকে আমদানি করা একটি চকলেটের চালানের ভেতর থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি।
এঘটনায় জড়িত মুক্তি এন্টারপ্রাইজ নামে একটি সিএন্ডএফ এজেন্ট লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
৪৯ বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, যশোরের শার্শা উপজেলার বাগআচড়া বাজারের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সোনালি ট্রেডিং ভারত থেকে ২০২ প্যাকেজের এক ট্রাক চকলেট ও অন্যন্য রকমারি পণ্য আমদানি করে। চালানটি খালাসের জন্য সিএন্ডএফ এজেন্ট মেসার্স মুক্তি এন্টারপ্রাইজ কাস্টমস হাউসে প্রযোজনীয় কাগজপত্র জমা দেয়।
কাস্টমসের ডেপুটি কমিশনার বিলাল হোসেন জানান, চকলেট শিশু খাদ্য হওয়ায় কাস্টমস কর্তৃপক্ষ খাদ্যের গুণগত মান পরীক্ষার জন্য বিএসটিআই অফিসে নমুনা পাঠায়। এই মান পরীক্ষার প্রত্যয়নপত্র আসতে ১০ দিন সময় প্রয়োজন হওয়ায়, সিএন্ডএফ এজেন্ট মুক্তি এন্টারপ্রাইজ চকলেটের রাজস্ব পরিশোধ করে রিপোর্ট না আসা পর্যন্ত পণ্যটি বন্দরে রেখে বাকি পণ্য খালাশ নেওয়ার জন্য কমিশনার বরাবর আবেদন করে। পরে ৭৪ কার্টুন চকলেট রেখে বাকি পণ্য মঙ্গলবার খালাশ করে নিয়ে যায় আমদানিকারক।
তবে চকলেটের কার্টুনের ভেতর কাতান শাড়ি রিপ্যাকিং করে ৫০ কার্টুন শাড়ি কৌশলে বন্দরের বাইরে থেকে ট্রাকে লোড করে ঢাকায় যাওয়ার সময় বেনাপোল বাজার থেকে একটি ট্রাক জব্দ করে বিজিবি সদস্যরা। পরে ট্রাকটি তল্লাশি করে দুই কোটি টাকার উন্নত মানের শাড়ি জব্দ করা হয়। পরে ট্রাকসহ শাড়ির চালানটি বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়।
বেনাপোল কাস্টমস কমিশনার মো. আজিজুর রহমান বলেন, “সিএন্ডএফ এজেন্ট মুক্তি এন্টারপ্রাইজ কৌশলে চুরি করে চকলেটের কার্টুনের পরিবর্তে বন্দরের বাইরে রাস্তা থেকে শাড়ির কার্টুন ট্রাকে পুনরায় লোড করে ঢাকায় নিয়ে যাওয়ার সময় বিজিবি ট্রাকটি জব্দ করে।”
মতামত দিন