যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশ্বসেরা বিজ্ঞানীর এ তালিকায় জায়গা করেছেন নিয়েছেন আরও ২৬ বাংলাদেশি বিজ্ঞানী
বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অধ্যাপক ড. মির্জা হাসানুজ্জামান।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, বিশ্বের যেসব বিজ্ঞানীর গবেষণাকর্ম অন্য বিজ্ঞানীদের গবেষণায় সবচেয়ে বেশি উদ্ধৃত হয়েছে তার একটি তালিকা প্রকাশ করে। ১,৫৯,৬৮৩ জন বিজ্ঞানীর এ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের ২৬ বিজ্ঞানী।
স্কোপাস ডাটাবেসের তথ্যানুযায়ী, “প্ল্যান্ট বায়োলজি এন্ড বোটানি”র ওপর ১৪৮টি গবেষণাপত্র বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে ড. মির্জার। এছাড়া ৬ হাজারেরও বেশি গবেষণাকর্মে তার আর্টিকেলগুলো উদ্ধৃত করা হয়েছে।
২০১৭ সালে ড. মির্জা তার পোস্ট ডক্টরিয়াল গবেষণাকর্মটির জন্য অস্ট্রেলিয়ার নামকরা গবেষণাপ্রতিষ্ঠান “এনডেভর রিসার্চ ফেলোশিপ” পান। এরআগে, ২০১৫ সালে “জাপানিজ সোসাইটি ফর প্রমোশন অব সায়েন্স” থেকে ফেলোশিপ পান তিনি।২০০৯ সালে জাপানের মনবুকাগাকুশো স্কলারশিপ পান।
এছাড়া, ২০১৪ সালে তরুণ বিজ্ঞানী হিসেবে “জীববিজ্ঞান” এর ওপর অবদানের জন্য “ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস” অ্যাওয়ার্ড পান।
মতামত দিন