এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে
সিরাজগঞ্জের সদর উপজেলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক রং মিস্ত্রিকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ধষর্ণের ঘটনায় অভিযুক্ত রং মিস্ত্রি আবুল কালাম (৫০) পৌর এলাকার জানপুর মহল্লার মৃত মেছের আলীর ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকি এ তথ্য নিশ্চিত করে জানান, টাকার লোভ দেখিয়ে শনিবার সন্ধায় একই এলাকার ওই শিশুকে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ধর্ষককে হাতেনাতে আটক করে এবং গণপিটুনি দেয়া।
পরে পুলিশের জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে থেকে গণপিটুনির শিকার আবুল কালামকে আটক করে হাসপাতালে পাঠায় পুলিশ। সেই সঙ্গে নির্যাতিত শিশুকে চিকিৎসার ব্যবস্থাও নেয়া হয়।
এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মতামত দিন