রবিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকাগামী মহানগর গোধূলী ট্রেনটি স্টেশন ছাড়ার পরপরই ওই দুই যুবক ঢিল ছোড়ে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলী ট্রেনে ঢিল ছোড়ার অভিযোগে আলাউদ্দিন ও জাবেদ মিয়া নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ট্রেনে ঢিল ছোড়ার সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়। সোমবার দুপুরে গ্রেফতার দু’জনকে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতার যুবকরা হলো--আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের সুমন মিয়ার ছেলে মো. আলাউদ্দিন (২৩) এবং নবীনগর উপজেলার বড়াইল গ্রামের বকুল মিয়ার ছেলে জাবেদ মিয়া (২১)।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আজম জানান, রবিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকাগামী মহানগর গোধূলী ট্রেনটি স্টেশন ছাড়ার পরপরই ওই দুই যুবক ঢিল ছোড়ে। স্টেশনে দায়িত্বরত পুলিশ তাদেরকে হাতেনাতে আটক করে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে পাঠানো হয়।
মতামত দিন