‘কিভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনই বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা বিড়ি-সিগারেটের আগুন থেকে আগুন লেগে থাকতে পারে’
নারায়ণগঞ্জের সদর উপজেলায় ৩টি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের জালকুড়ি এলাকার ঝুটপট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে জালকুড়ির খিরত আলী স্কুলের পাশের একটি ঝুটের গোডাউনে আগুনের শুরু হয়। পরে তা পাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন ঢাকা ট্রিবিউনকে জানান, আগুন নেভাতে আমাদের ৫টি ইউনিট কাজ করছে। একটি গোডাউন পুরোপুরি পুড়ে গেছে। আর দুটি গোডাউনে অধিকাংশ মালামাল পুড়েছে।
তিনি বলেন, “কিভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনই বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা বিড়ি-সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।”
অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও ১৫-২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
মতামত দিন