ব্যবসায়িক কারণে দীর্ঘদিন ধরে বাংলাদেশি দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার মীমাংসা করার চেষ্টা করা হলেও সেটি ব্যর্থ হয়
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশি যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সাউথ আফ্রিকার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর কাশিবাড়ী গ্রামের কলিম উদ্দীনের ছেলে আব্দুর রহমান এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার ইমন। এ সময় রুবেল নামে আরও এক বাংলাদেশি আহত হয়।
মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় দক্ষিণ আফ্রিকার প্রবাসী বাংলাদেশিদের ফেসবুক গ্রুপ “সাউথ বাংলা”য় প্রথমে এ বিষয়ে একটি পোস্ট দেওয়া হয়। আহত রুবেল সেখানকার একটি স্থানীয় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলেও পোস্টে উল্লেখ করা হয়।
ওই পোস্টে নিহত আব্দুর রহমানের ছবি সনাক্ত করেছেন তার বড় ভাই কামাল হোসেন
কামাল হোসেন বলেন, আব্দুর রহমানের মৃত্যুর ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি। তার লাশ ফেরত আনার জন্য যোগাযোগ করা হচ্ছে।
সাউথ আফ্রিকায় থাকা কয়েকজন প্রবাসী বাংরাদেশির বরাত দিয়ে নিহত রহমানের পরিবার জানায়, ব্যবসায়িক কারণে দীর্ঘদিন ধরে বাংলাদেশি দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার মীমাংসা করার চেষ্টা করা হলেও সেটি ব্যর্থ হয়। পরে উভয়পক্ষই দক্ষিণ আফ্রিকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের দারস্থ হয়। কিন্তু বিষয়টি সমাধান দিতে ব্যর্থ হয়েছিল দূতাবাস।
আমজানখোর ইউপি চেয়ারম্যান আকালু ডোঙ্গা বলেন, তারা গ্রামের মানুষ ঠিকভাবে দক্ষিণ আফ্রিকায় যোগাযোগ করে উঠতে পারছেন না। লাশ ফেরত পেতে হলে বাংলাদেশের সংশ্লিষ্ট বিভাগের ভূমিকা দরকার।
এ ব্যাপারে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নুর কুতুবুল আলম বলেন, “আমরা একজনের কাছে টেলিফোনে এ ব্যাপারে জানতে পেরে বালিয়াডাঙ্গীর ইউএনও মো. যোবায়ের হোসেনকে ব্যবস্থা নিতে বলেছি।”
লাশ ফেরত আনার বিষয়ে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ দূতাবাসের সাথে সবরকম সহযোগিতার জন্য প্রস্তুত ঠাকুরগাঁও জেলা প্রশাসন।”
মতামত দিন