ভুক্তভোগী দুই শিশুকে মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে আপন নাতনীসহ সাত বছরের দুই শিশুকে ধর্ষণের অভিযোগে কামাল হোসেন (৭০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বের) বিকেলে অভিযুক্ত কামাল হোসেনের ছেলে ও শিশুটির বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এর আগে মঙ্গলবার রাতে জালকুড়ি এলাকা থেকে কামাল হোসেনকে আটক করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কাজল মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে চকলেট খাওয়ানোর কথা বলে আপন নাতনী ও প্রতিবেশী আরেক শিশুকে ঘরে ডেকে নিয়ে যায় কামাল হোসেন। ঘরে নিয়ে দু’জনকে ধর্ষণ শেষে বাড়ি পাঠিয়ে দেয়। এদিকে তারা বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তারা থানায় অভিযোগ করে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কাজল মজুমদার জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী দুই শিশুকে মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
মতামত দিন