একইসময়ে নতুন করে এ ভাইরাস শনাক্ত হয়েছে ২,০৬০ জনের শরীরে
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২,০৬০ জন। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬,৩৮৮ জনে। অন্যদিকে, ২,০৬০ শনাক্তের ফলে মোট শনাক্তের সংখ্যা ৪,৪৭,৩৪১ জনে পৌঁছেছে।
রবিবার (২২ নভেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১১৭ ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩,৬৬৫টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১৩,৮৭০টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৬,৩৯,০৭২টি।
নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪.৮৫%। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হার ১৬.৮৯%।
নতুন যে ৩৮ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৮ এবং নারী ১০ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪,৯০৯ জন বা ৭৬.৮৫% এবং নারী ১,৪৭৯ জন বা ২৩.১৫%। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৩%।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২,০৭৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩,৬২,৪২৮ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০.০২%।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
বিশ্ব পরিস্থিতি
করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে করোনাভাইরাসে দ্বিতীয় ঢেউ। এ ভাইরাস শনাক্তের পাশাপাশি সমানতালে বেড়ে চলেছে মৃত্যু।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী- রবিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৮০,৭৬,০৭৫ জনে।
এছাড়া কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৩,৭৯,৫০৮ জনে দাঁড়িয়েছে।
মতামত দিন