শেখ হাসিনা বলেন, বিশ্বজুড়ে করোনাভাইরাসের আরও একটি ঢেউ আসছে এবং সরকার এখন থেকেই সেটি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে
শীতের মাসগুলোতে করোনাভাইরাস সংক্রমণের ক্রমবর্ধমান আশঙ্কার মধ্যে দেশের জনগণকে এ ভাইরাস থেকে নিরাপদ রাখতে সরকার বিশেষ মনোযোগ দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, “সহজলভ্য হওয়ার সাথে সাথেই সরকার ভ্যাকসিন সংগ্রহ করবে এবং উদ্ভাবিত হতে চলেছে এমন ভ্যাকসিন বুকিংয়ের জন্য ইতোমধ্যেই অগ্রিম অর্থ প্রদান করা হয়েছে।”
রবিবার (২২ নভেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাগুরা, নারায়ণগঞ্জ, যশোর ও পাবনায় তিনটি সেতুসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি আরও বলেন, “অন্যান্য বিষয়গুলোকে আলাদা রেখে কীভাবে জনগণকে সুরক্ষিত করা যায় (করোনাভাইরাস থেকে) সে বিষয়ে আমরা বিশেষ মনোযোগ দিয়েছি। সুতরাং, দেশের মানুষের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।”
শেখ হাসিনা বলেন, বিশ্বজুড়ে করোনাভাইরাসের আরও একটি ঢেউ আসছে এবং সরকার এখন থেকেই সেটি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে।
সবাইকে আবারও স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “নিজে সুরক্ষিত থাকুন এবং অন্যকেও সুরক্ষিত রাখুন। এটি একটি যৌথ দায়িত্ব।”
তিনি বলেন, সরকার ও জনগণের এখন করোনাভাইরাসের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা রয়েছে।
“আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা এটি করতে সক্ষম হব (সফলভাবে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে),” বলেন প্রধানমন্ত্রী।
মতামত দিন