পাশাপাশি, ভ্যান চুরির অপরাধে ৩৭৯ ধারায় দুইবছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে, তিনমাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়
শ্যালিকার সঙ্গে প্রেম নিয়ে বিরোধের জের ধরে ভ্যান চালক ইমরান সরদার শ্বাসরোধ ও জবাই করে হত্যার ঘটনায় আরেক ভ্যান চালককে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) খুলনা জেলা ও দায়রা জজ আদালতে এই রায় দেওয়া হয়। রায়ের সময় আসামি আমীর আলী মীর ওরফে কাওসার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলো।
আদালতের বিচারক মোঃ মশিউর রহমান চৌধুরী রায়ে, আসামি কাওসারকে ৩০২ ধারায় মৃত্যুদণ্ডাদেশ ও ১ হাজার টাকা জরিমানার আদেশ দেন। রায়ে মত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করার কথা বলা হয়েছে। পাশাপাশি, ভ্যান চুরির অপরাধে ৩৭৯ ধারা দুইবছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে, তিনমাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি মাসে রাত আটটা থেকে ২৫ ফেব্রুয়ারি ভোর পাঁচটার মধ্যে যেকোন সময় রূপসা উপজেলার ইমরান সরদারকে শ্বাসরোধ ও জবাই করে হত্যা করা হয়। ঘটনার দিন ২৪ ফেব্রুয়ারি ইমরান বিকেল পাঁচটার দিকে ভ্যান নিয়ে রূপসা উপজেলার শ্রীফলতলার বাড়ি থেকে বের হয়। পরে রাতে আর ফিরে আসেনি। পরদিন ২৫ ফেব্রুয়ারি ভোরে রূপসা উপজেলার নন্দনপুর আজিম উদ্দিনের সুপারি বাগান থেকে ইমরান সরদারের শ্বাসকষ্ট লাশ পাওয়া যায়।
এঘটনায় ইমরান সরদারের পিতা ইউসুফ সরদার বাদী হয়ে অজ্ঞাত আসামি করে রূপসা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় তদন্ত শেষে পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুর রহমান ২০১৯ সালের ২ জুলাই আদালতে একজনের নামে চার্জশিট দাখিল করেন। মামলার শুনানি শেষে সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: মশিউর রহমান চৌধুরী রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে পিপি এনামুল হক ও এপিপি এম ইলিয়াস খান এবং আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত হাসিনা আক্তার মুন্নী মামলা পরিচালনা করেন।
মতামত দিন